জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলায় হাওরের বোরো ফসলরক্ষা বেড়িবাঁধের কাজ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছেন হাওর বাঁচাও আন্দোলনের জগন্নাথপুর উপজেলা কমিটির সদস্যরা। সোমবার জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়া হাওরের কয়েকটি বেড়িবাঁধ প্রকল্প পরিদর্শন শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিকট এই উদ্বেগ প্রকাশ করা হয়।
হাওর বাঁচা আন্দোলনের কমিটির জগন্নাথপুরের আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের নেতৃত্বে নলুয়া হাওরের ৩, ৪, ৫, ৬, ৭ ও ৮ নম্বর প্রকল্প সরেজমিন পরিদর্শন করেন নেতৃবৃন্দ। এসময় কমিটির যুগ্ম আহ্ববায়ক দিলোয়ার হোসেন, লুৎফুর রহমান, আব্দুল জব্বার সদস্য সচিব অমিত দেব, সদস্য আলী আহমদ, জুয়েল আহমদ, কৃষক নেতা সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
কমিটির আহ্ববায়ক সিরাজুল ইসলাম বলেন, কয়েকটি প্রকল্পে কাজ শুরু হলেও অধিকাংশ বাঁধে কাজ শুরু হয়নি। এছাড়া যেসব প্রকল্পে কাজ শুরু হয়েছে তাও আবার ধীর গতি চলছে। ফলে কাজ নিয়ে আমরা উদ্বিগ্ন।
তিনি জানান, ১৫ ডিসেম্বর থেকে কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করা কথা থাকলেও দেড় মাস অতিবাহিত হওয়ার পরও পুরোদমে কাজ শুরু হয়নি হাওরে। এতে করে হাওরের কৃষকদের মধ্যে শঙ্কা বিরাজ করছে। দ্রুত সময়ের মধ্যে নীতিমালা অনুযায়ি কাজ সম্পন্ন করার জন্য তিনি আহ্ববান জানিয়েছেন।
জগন্নাথপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারি প্রকৌশলী এসও হাসান গাজী জানান, এবার জগন্নাথপুরে ৫০টি প্রকল্প গঠনের মাধ্যমে হাওরে কাজ শুরু হয়েছে। বরাদ্দ পাওয়া গেছে ১০ কোটি টাকা। নির্ধারিত সময়েই হাওরের কাজ সমাপ্ত হবে বলে তিনি জানান।
- বাঁধের গোড়া থেকে মাটি উত্তোলন করা যাবে না’
- পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত মৃত্যু