জগন্নাথপুরে আওয়ামী লীগের কর্মীসভা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলামের নৌকার সমর্থনে বৃহস্পতিবার জরুরি কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রশীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলিন বখত। বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমেদ, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, সবুজ কান্তি দাস, বিমান রায়, অমল চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, আমরা সুনামগঞ্জে বসে খবর পাচ্ছি কারা নৌকার পক্ষে কাজ করছেন আর কারা বিরোধিতা করছেন। তাই নেতাকর্মীদের সর্তক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। নৌকা কে বিজয়ী করতে হবে। জননেত্রী শেখ হাসিনা ঢাকায় বসে সব খবর রাখছেন। পরিকল্পনা মন্ত্রীর নির্বাচনী এলাকা নৌকার ঘাঁটিতে বিপুল ভোটে নৌকা কে বিজয়ী করতে হবে। এসময় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করতে তিনি আহ্বান জানান।
সভায় জগন্নাথপুর উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের নেতাকর্মীরা নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপজেলার সৈয়দপুর এলাকায় গণসংযোগ করেন।