সু.খবর রিপোর্ট
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরুল ইসলামের পক্ষে পৃথক পৃথক ভাবে প্রচারণায় অংশ নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদব নোমান বখত পলিন।
রবিবার সকাল থেকে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ও চিলাউড়া হলদিপুর ইউনিয়নে প্রচারণা করেন আজিজুস সামাদ ডন। উপজেলার কলকলিয়া ইউনিয়নের গোবিন্দ বাজার, সাদিপুর পয়েন্ট কামারখাল, জগদিশপুর বাজারে জনসংযোগ করেন তিনি। বিকেলে তিনি নিজ গ্রাম ভূরাখালিতে গিয়ে পূর্ব পুরুষের কবর জিয়ারত করে নিজ গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় করেন।
এসময় তিনি গ্রামবাসীর উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের সন্তান হিসেবে আগামী নির্বাচনে দলমতের উর্ধ্বে উঠে নৌকায় ভোট চাই। নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকাকে বিজয়ী করতে হবে। আপনাদের সন্তান হিসেবে এ দাবি নিয়ে আপনাদের কাছে এসেছি। পরে তিনি চিলাউড়া বাজারে নৌকার পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
তাঁর সঙ্গে এসব প্রচারণায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সিরাজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রশীদ ভূঁইয়া আওয়ামী লীগ নেতা সালাহ উদ্দিন, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কুতুবউদ্দিন, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক ছালিক আহমেদ পীর, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাল হোসেন রানা,যুবলীগ নেতা হারুন মিয়া চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, সহ সভাপতি কদরিছ আলী, তাজ উদ্দিন আহমেদ, মামুন চৌধুরী, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য অনিল দাস, সাবেক মেম্বার আবু তাহের, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম রেজা, সৈয়দ এহসান আহমেদ রুমেল ও মো. তামিম হোসেন প্রমুখ।
এদিকে শনিবার প্রচারণায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। প্রচারণার সময় রসূলগঞ্জ বাজারে পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ মিয়া তালুকদার। উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, সুনামগঞ্জ কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মনিষ কান্তি দে মিন্টু, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. চান মিয়া, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. শুকুর আলী, আব্দুল ওদুদ, শংকর চন্দ্র দাস, অ্যাড. বিমান কান্তি, অ্যাড. সপু রায়, অমল চৌধুরী (হাবুল), ঝন্টু তালুকদার, সাজ্জাদুল ইসলাম নাহিদ, মো আফজাল, ওয়াসিম আহমদ, শুভ বণিক, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, শন্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রহমান ভুইয়া, উপজেলা আওয়ামী লীগেরর সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, প্যানেল মেয়র সাফরুজ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত সহ জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এরপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন পাটলী ইউনিয়নের চেয়ারম্যান আংগুর মিয়া এবং জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমেদ’র বাসবভনে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা অজয় তালুকদার দোলন, জন্টু তালুকদার, শাহীন হোসেন প্রমুখ।
- বেহাল টাউন হল
- পথনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান