জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ অফিস
জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারী খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসির আরাফাতের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার কলকলিয়া পয়েন্ট এলাকায় সরকারি খালের ওপর অবৈধভাবে নির্মিত দুইটি দোকানঘর, একই ইউনিয়নের যুগলনগর এলাকায় দুইটি এবং বালিকান্দি সরকারি গোপাট (গ্রামীণ রাস্তা) দুইটি দোকানঘরসহ মোট ৬টি টিনসেডের স্থাপনা উচ্ছেদ করা হয়।। এছাড়া অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে কলকলিয়া বাজারের ব্যবসায়ী আব্দুল মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত বলেন, এধরনের অভিযান অব্যাহত থাকবে।
দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বৃ¯পতিবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারে এই উচ্ছেদ অভিযান সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা শমসাদ বেগমের নেতৃত্বে পরিচালিত হয়।
এসময় সড়কের উপর নির্মিত ছোট-বড় দোকানপাঠ, ব্যবসায়ি প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়।
এসময় উপস্থিত ছিলেন থানার এসআই জয়নাল আবেদীন, এসআই আনোয়ার হোসেন, উপজেলা সহকারী কমিশনারের গোপনীয় সহকারী আবুবক্কর সিদ্দিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
- ২১৫ জনকে সহায়তা প্রদান করলেন এমপি মিসবাহ
- নওশীনের আঁকা চিত্রে সিলেট জেলা প্রশাসনের ঈদকার্ড