বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা মাল্টি পারপাস সেন্টার পরিদর্শন ও মতবিনিময় করেছেন জনপ্রশাসন মন্ত্রণালর যুগ্ম সচিব ড. সৈয়দা ফারহানা নুর চৌধুরী এবং সিনিয়র সহকারী সচিব মৌরিন করিম। অতিথিবৃন্দরা মাল্টিপারপাস সেন্টারের শিশু একাডেমি, ল্যাংগুয়েজ ক্লাব, কম্পিউটার ক্লাব, শিশু পার্ক, জিমনেসিয়াম সহ প্রতিটি কর্মকা- ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সাথে কথা বলেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ, সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক তাদের সঙ্গে ছিলেন।
বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাদিউর রহিম জাদিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মৌরিন করিম।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক, সরকারি দিগেন্দ্র বর্মন ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিমলাংশু রায়, উপজেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম সরদার, সরকারী দিগেন্দ্র বর্মন ডিগ্রী কলেজের প্রভাষক মশিউর রহমান, ল্যাংগুয়েজ ক্লাবের উদ্যোক্তা নুরুল আলম সাগর, বীর মুক্তিযোদ্ধা মো. আফতাব উদ্দিন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. ফারুক আহমেদ, নারী উদ্যোক্তা মুক্তা রানী প্রমুখ।
- সুদের কারবারে সমবায় সমিতি
- বিশ্বম্ভরপুরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার ও সনদ প্রদান