স্টাফ রিপোর্টার, শাল্লা
জন্মস্থানে আসা এক অন্যরকম অনুভূতি। মনে হচ্ছে পিতা-মাতার কাছে এসেছি। যে দিকেই তাকাই শুধু আত্মীয় স্বজন বন্ধুবান্ধব দেখতে পাচ্ছি। এই অনুভূতি বলে বুঝানো সম্ভব নয়। একেই বলে নাড়ির টান।
শুক্রবার সকালে শাল্লা থানার ও স্টুডিও এপার্টমেন্টের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে বক্তব্য রাখার সময় এমন অনুভূতি ব্যক্ত করেন বাংলাদেশ পুলিশ মহা-পরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
তিনি আরও বলেন, আমি এই এলাকার সন্তান। এখানকার আলো, বাতাস, কাঁদামাটির গন্ধ আমার গায়ে লেগে আছে। হজ্বের জন্য সৌদি আরব যেতে যে সময় লাগে, তার চেয়ে বেশি সময় লাগতো নিজের বাড়ি (শাল্লা) থেকে ঢাকায় যেতে। এখন আমরা আজমিরীগঞ্জ পর্যন্ত এসে ৩-৪ ঘন্টার মধ্যে ঢাকায় চলে আসি। চতুর্দিকে যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের ছোঁয়া শাল্লা- ঘুঙ্গিয়ার গাঁয়েও লেগেছে।
এর আগে সকাল ১০টায় হেলিকপ্টার যোগে শাল্লা উপজেলা সদরের শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এসে পৌঁছান তিনি। এরপর থানা প্রাঙ্গণে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
পরে তিনি থানার নবনির্মিত ৪ তলা বিশিষ্ট স্টুডিও এপার্টমেন্ট ভবন উদ্বোধন করেন এবং শাল্লা থানা মসজিদ পরিদর্শন করেন।
দুপুর ১২টায় হেলিকপ্টার যোগে জন্মস্থান উপজেলার নিজ গ্রাম শ্রীহাঈলে যান আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সেখানে তিনি দুপুরের খাবার শেষে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের সঙ্গে কুশলবিনিময় করেন। বিকালে তিনি হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।
- তিন দিনব্যাপি ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স শুরু
- যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে