জয়নগর-সর্দারপুর সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার জয়নগর—সর্দারপুর সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেছেন বিরোধী দলের হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ এমপি। এছাড়াও ১৪ কোটি টাকা ব্যয়ে জয়নগর বাজার হাজী গণিবক্স উচ্চ বিদ্যালয়ের বহুতল ছাত্রাবাস ও ছাত্রী নিবাসের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তিনি।
সোমবার বিকালে এ উপলক্ষে নুরুল মুত্তাকীন ও আলমগীর হোসেনের সঞ্চালনায় ও জয়নগর বাজার হাজী গণিবক্স উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা ফজলুল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরোধী দলের হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন, মোহনপুর ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল হক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী মো. আরেফিন সিদ্দিক, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু, গণিবক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলু মিয়া, জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাহমদ আলী।