বন্যা সমস্যার স্থায়ী সমাধানে হাওর বাওর, খাল বিল, নদ—নদী খননের দাবিতে এবং পিআইসির অনিয়ম দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট।
শনিবার বিকাল ৫টায় পৌর শহরের রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় বন্যা সমস্যার স্থায়ী সমাধান ও পুর্নবাসন আন্দোলন পরিচালনা কমিটির উদ্যোগে মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন চত্বরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অথিতির বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শাহজাহান কবির।
এছাড়াও বক্তব্য রাখেন বন্যা সমস্যার স্থায়ী সমাধান ও পুনর্বাসন আন্দোলন পরিচালনা আঞ্চলিক কমিটির আহ্বায়ক ও ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক রত্নাংকুর দাস জহর, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক খাইরুল বসর ঠাকুর খান, এনডিএফ ময়মনসিংহ কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহীন আলম, এনডিএফ সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল।
বক্তারা বলেন, সাম্রাজ্যবাদী লগ্নি পঁুজি ও দেশীয় মুৎসুদ্দি পুঁজির শোষণ, লুটপাটের কারণে হাওর অঞ্চলের ভূপ্রকৃতি ও জীব বৈচিত্রে প্রায় ধ্বংসের মুখে। অকাল বন্যায় হাওরের ফসল নষ্টসহ বসতভিটা ডুবিয়ে যাচ্ছে। সরকার এ সমস্যা প্রতিরোধে নামকাওয়াস্তে তৎপরতা চালালেও সরকার দলীয় লোকজন ও আমলাদের যোগসাজশে দুর্নীতির একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। এর বিরুদ্ধে হাওর অঞ্চলের জেলে, কৃষকসহ আপামর জনগণের বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে।
প্রেসবিজ্ঞপ্তি
- অতিথি পাখিদের প্রতি সদয় হোন
- দেশের মানুষ ভালো নেই-নাছির উদ্দিন চৌধুরী