জামালগঞ্জে অবহিতকরণ সভা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈনুদ্দিন আলমগীর।
ডা. নমিতা রায় চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন ও ইউপি চেয়ারম্যানবৃন্দ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার আ. রাজ্জাক মাষ্টার, থানার উপ-পুলিশ পরিদর্শক মো. মেহেদী হাসান ও সকল দপ্তরের সরকারি বেসরকারি, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় জানানো হয়- উপজেলার প্রতিটি গ্রামে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।