জামালগঞ্জ প্রতিনিধি
কৃষি ক্ষেত্রে বীজ সার একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমাদের দেশে প্রচুর ধানের চাষ হয়ে থাকে। ভুট্টা, সরিষা, ডাল, গম, তৈল জাতীয় মসলার চাষও বাড়াতে হবে। এজন্য আমাদের কৃষকদের সাথে আলোচনা করতে হবে। যে কোন ফসলের চাষের জন্য যথাসময়ে বীজ বপন ও চারা রোপন যেমন জরুরী তেমনি সুষম সার প্রয়োগ, পরিমিত সেচ দেওয়া সঠিক মাত্রায় কিটনাশক প্রয়োগের প্রতি লক্ষ্য রাখতে হবে। ভাল ফলন পেতে হলে ভাল জাতের বীজ নির্বাচন করতে হবে। ধান কাটা মাড়াই ও সংগ্রহ পর্যন্ত ধারাবাহিকভাবে পরিচর্যা করতে হবে। কৃষির উন্নয়নে কৃষি অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীগণকে কৃষকদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিতে হবে।
জামালগঞ্জ উপজেলায় কৃষি অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার দুপুরে ভীমখালী ইউনিয়নের নোয়াগাঁও বাজারে মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মোর্শারফ হোসেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম। উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কায়ছার আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. রকিব উদ্দিন, মূল্যায়ন অফিসার আব্দুল মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলা উদ্দিন।
- যৌতুকের জন্য শারীরিক নির্যাতন/ স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা
- জমালগঞ্জে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা