জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় জামালগঞ্জ দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আলতাফুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ—১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
মাওলানা মাসরুফ আহমেদ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি রেজাউল করিম শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব, জামালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মাদ আব্দুন নাসের, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মাদ আলী, সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জহির উদ্দিন তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান, যুবলীগের আহবায়ক আবুল খয়ের প্রমুখ।
সুনামগঞ্জ—১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন মাদ্রাসার উন্নয়নে ২ লক্ষ টাকা প্রদান করেন।
- শামীমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্যামারচরে মানববন্ধন
- নলুয়ার হাওরের বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক