জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে উপজেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটির উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় জামালগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ ও কৃষক জনতা মিছিল সহকারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে এসে ঘেরাও কর্মসূচিতে মিলিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়। বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা কমিটির সাবেক সদস্য সচিব রাজু আহমেদ, জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি শাহানা আল আজাদ, সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন।
বক্তারা বলেন, অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, নীতিমালা উপেক্ষা করে প্রকল্প গ্রহণ এবং অক্ষত বাঁধে প্রকল্প দেখিয়ে বিপুল টাকা বরাদ্দ দিয়ে সরকারের অর্থ অপচয় করা হচ্ছে। নির্ধারিত সময়ের পরে সময় বাড়িয়েও ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করা যায়নি। এর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতি ও অব্যবস্থাপনাই মূলত দায়ী। এ মুহূর্তে পাহাড়ি ঢল ও অকাল বন্যার শঙ্কা রয়েছে। যদি কোন কারণে কৃষকের বোরো ফসল হুমকিতে পড়ে তাহলে কৃষক জনতাকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
- পণতীর্থ ও ওরস/ মেলার রাজস্ব আদায় ও বণ্টনে শৃঙ্খলা প্রতিষ্ঠা করুন
- সাড়ে চার লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ