জামালগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চের প্রস্তুতি সভা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল—আজাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) তনুকা ভৌমিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরীফ উদ্দিন, উপজেলা প্রণি সম্পদ অফিসের ভেটেরিনারী সার্জন ডা. আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন।
এছাড়াও বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলম্দর, শ্রীকান্ত তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, জামালগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জামিল আহমদ জুয়েল, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান।
সভায় জানানো হয়— ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ প্রচার, বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পমাল্য অর্পণ, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।