জামালগঞ্জে কম্পিউটার প্রশিক্ষণের সনদ ও ভাতা বিতরণ

জামালগঞ্জ প্রতিনিধি
‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তর ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ভাতা বিতরণ করেছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অনহুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় সনদ ও ভাতা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল জলিল মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল—আজাদ। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সুনামগঞ্জের উপ—পরিচালক মো. সাহানূর আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী রামকুমার সাহা, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মোশারফ হোসেন।
সভার শেষে উপজেলায় ২০ জন ছেলে ও ২০ জন মেয়ে প্রশিক্ষণার্থীকে সনদ ও প্রত্যেককে ৮ হাজার ৮শত টাকা ভাতা প্রদান করা হয়।