জামালগঞ্জ প্রতিনিধি
‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ স্লোগানে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সাফিজ উদ্দিন সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোস্তফা জামান খান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরীফ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বী জাহান, বিদ্যালয়ের সহ-সভাপতি ও দাতা সদস্য মো. ওয়ালী উল্লাহ সরকার, সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম সরকার, সাবেক সভাপতি মো. আমির হোসেন। অন্যান্যদের মাঝে বক্তব্য দেন কৃতি শিক্ষার্থীর অভিভাবক নূরে আলম ফরায়েজী, শিক্ষার্থী অভিভাবক ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য শাহ-কামাল, সমতারা বেগম।
এসময় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ শিক্ষক শিক্ষিকাবৃন্দসহ শতাধিক মায়েরা উপস্থিত ছিলেন। পরে কৃতি শিক্ষার্থী শাহ-সুলতান ফরায়েজী প্রিয় ও বিধান রায় বাধনকে সম্মামনা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
- ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ এবং ‘বীরকন্যা প্রীতিলতা’ আসছে সুনামগঞ্জে
- বিশ্বম্ভরপুরে পুষ্টি সমন্বয় কমিটির সভা