জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে উৎসাহ উদ্দীপনায় শেষ হয়েছে মাসব্যাপী প্রথম চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকাল ৪টায় বেহেলী ইউনিয়ন পরিষদে ইনাতনগর গ্রামের মাঠে ইনাতনগর স্পোটিং ক্লাব ও উমেদপুর জুনিয়র স্পোটিং ক্লাব ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। খেলায় সমতা থাকায় উভয় দলকে চ্যাম্পিয়ন ঘোষনা করা হয়। পরে প্রত্যেক দলকেই ট্রফি ও প্রাইজবন্ড তুলে দেওয়া হয়।
বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব। বেহেলী ইউপি সচিব সুজন তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া, ভীমখালী ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালূকদার, সমাজসেবক সেলিম আহমদ, বীর মুক্তিযোদ্ধা পরেশ চন্দ্র দাসসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা পরিচালনা করেন মো. ইসহাক মিয়া।
- মধ্যনগরে ইউনিয়ন ভূমি কার্যালয় সৃজনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- কু-প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ২