জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মোশার্রফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল—আজাদ, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীণা রাণী তালুকদার, ভাইস চেয়ারম্যান, গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. হানিফ মিয়া, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার, ফেনারবাঁক ইউপি সচিব অজিত কুমার রায়, জামালগঞ্জ উত্তর সচিব প্রদিপ কুমার রায়।
বক্তাগণ বলেন, জন্ম মৃত্যু নিবন্ধন আইন ২০০৪এর ৮ধারা অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোন ব্যক্তি মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে।
- জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন
- জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে শান্তিগঞ্জে সভা