জামালগঞ্জ প্রতিনিধি
‘মান সম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালগঞ্জ উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চিত্রাংকন, সুন্দর হাতের লিখা ও নৃত্যানুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরীফ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল-আজাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রামকুমার সাহা।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী ছাত্র-ছাত্রীরা।
- সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২
- সংসদ সদস্যের ছবি এঁকে উপহার দিলো প্রজ্ঞা