জামালগঞ্জে নবাগত শিক্ষকদের ফুল দিয়ে বরণ

জামালগঞ্জ প্রতিনিধি
‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ শ্লোগান নিয়ে জামালগঞ্জে সদ্য নিয়োগ প্রাপ্ত ৫৮জন সহকারি শিক্ষকে ফুল দিয়ে বরণ করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরীফ উদ্দিন।
উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বী জাহানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব। অনান্যদের মাঝে বক্তব্য দেন জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, জামালগঞ্জ প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি অতুল চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, প্রধান শিক্ষক আবুল লেইছ, সাইফুল ইসলাম, রুহুল আলম।
নবাগত সহকারি শিক্ষকদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন সিরাজুল ইসলাম শেখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শের জাহান সিদ্দিকী, মৌলিনগর প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মোতাহের হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব বলেন, শিক্ষার্থীদের সাথে মাতৃতুল্য ও পিতৃতুল্য আচরণ করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নীতি ও নৈতিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের সঠিক ভাবে পাঠদানের মাধ্যমে নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষতের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন বাস্তবায়নে কাজ করে যেতে হবে।