জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর প্রথমবারের মত তিনি জামালগঞ্জ উপজেলায় বেহেলী ইউনিয়নের হালির হাওর, মধ্যনগর উপজেলার ঘুরমার হাওর, ধর্মপাশা উপজেলার সোনামড়ল হাওর পরিদর্শন করেন।
শনিবার দিনব্যাপী বাঁধ পরিদর্শনকালে তিনি নির্ধারিত সময়ের মধ্যে কাজের গুণগতমান বজায় রেখে কাজ করতে প্রকল্প বাস্তবায়ন কমিটির লোকজনকে নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব। উপজেলা পাউবোর উপসহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জনি।
- রমজানে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র চালু থাকবে
- দোয়ারাবাজারে দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী