জামালগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ গ্রামে সাফিজ উদ্দিন সরকার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটি সহসভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বী জাহান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আমির হোসেন, লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানবেন্দ্র কুমার সরকার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. শাহ আলম, রইছ মিয়া, সমতারা বেগম, শাহানা বেগম, শিক্ষিকা পান্না রাণী সরকার, হাসিনা বেগম, সবিতা রাণী সরকার, অনিমা রাণী তালুকদার প্রমুখ। প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।