জামালগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ‘সুস্থ দেহে, সুস্থ মন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঐতিহ্যবাহী জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সীতোষ কুমার তালুকদার।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল-আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব, সহকারি কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, সিনিয়র শিক্ষক আবু হেনা মোস্তফা জামান, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু সাঈদ হিল্লোল, সিনিয়র শিক্ষক তায়িবুন নেছা আফিন্দী।
খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোস্তফা জামান খান সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।