জামালগঞ্জে বিভিন্ন দিবস উদযাপনে প্রস্তুতি সভা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিভিন্ন দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল—আজাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, জামালগঞ্জ থানার এস আই প্রনয় কুমার সরকার। অন্যান্যদের মাঝে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জামিল আহমদ জুয়েল।
সভায় ঐতিহাসিক ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫শে মার্চ গণহত্যা দিবস, ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।