জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়্ এরপর শহীদ মিনারে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পূষ্পার্ঘ অর্পণ করে। রবিবার সকাল ৮টায় জামালগঞ্জ মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও পায়রা উড়ানো হয়। জামালগঞ্জ থানা পুলিশ ও আনসার বাহিনী কুচকাআওয়াজ প্রদর্শন করেন। সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব’র সভাপতিত্বে এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরীফ উদ্দীনের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা এবং পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভার আগে বীর মুক্তিযোদ্ধাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীণা রানী তালুকদার, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাবেক উপ সচিব বীর মুক্তিযোদ্ধা মো. রইছ উদ্দীন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ফেনারবাক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী আশরাফুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলম্দর, শ্রীকান্ত তালুকদার, আলতাফ আলী, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, সভাপতি মো. হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি শাহানা আল আজাদ, মারজানা ইসলাম শিবনা, সদস্য মো. রফিকুল ইসলাম।
শিরোনাম:
- ‘ডাইনামিক ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন’ বইয়ের মোড়ক উন্মোচন
- বিশ্বম্ভরপুরে চান্দিনা ভিটের লাইসেন্স বিতরণ
- বিশ্বম্ভরপুরে জাতির পিতার ‘জুলিও কুরি’ পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন
- সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্ত:ক্লাব বির্তক প্রতিযোগিতা
- বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে জামালগঞ্জে সভা