জামালগঞ্জে বোরো ধান ক্রয়ের উদ্বোধন

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় দক্ষিণ কামলাবাজ গ্রামের কৃষক মো. বায়েজিদ ও কামিনীপুর গ্রামের কৃষক মো. দুলাল মিয়ার কাছ থেকে ৬ টন ধান ক্রয় করে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা খাদ্য গোদামে আভ্যন্তরিন বোরো ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক। ধান সংগ্রহের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল-আজাদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শাহাব উদ্দিন, উপজেলা খাদ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এল এস ডি) চন্দ্র সেন রায়, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম রাব্বী জাহান, সহকারি শিক্ষা কর্মকর্তা মো. ফারজিন হোসেন, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, বর্তমান সভাপতি হাবিবুর রহমান, অটো রাইস মিল মালিক মো. দুলাল মিয়া।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শাহাব উদ্দিন জানান, চলতি বোরো মৌসুমে ১৯শত ৫২ মেট্রিক টন ধান ৩০ টাকা কেজি দরে ৬৫০ জন কৃষকের কাছ থেকে ক্রয় করা হবে।