জামালগঞ্জে ভূমিহীনের ঘরের তালিকায় স্বচ্ছলদের নামের অভিযোগ

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জে গরীব অস্বচ্ছল ভূমিহীনদের বাদ দিয়ে গজারিয়া গুচ্ছগ্রামে স্বচ্ছল ব্যক্তিদের নামে সরকারি ঘর বরাদ্দ প্রদানের অভিযোগ করেছেন গজারিয়ার কয়েকজন ভূমিহীন। বুধবার জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তারা এমন অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে ভূমিহীনরা উল্লেখ করেন, গজারিয়া গুচ্ছগ্রামে ৫০ জন অসহায়দের মধ্যে প্রাথমিক তালিকায় গজারিয়া গ্রামের সোহেল রানা, মো. এমরান হোসেন, মনজু, কবির ও রহমানের নামোল্লেখ ছিল। মঙ্গলবার আবার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। তাতে অস্বচ্ছল ব্যক্তির পরিবর্তে স্বচ্ছল নাসির উদ্দিন, পিয়ারা বেগম, লতিব মিয়া, সুলতান, আবু কাশেম, আবেদা ও জাহাঙ্গীরের নাম দেখা যায়।
তালিকার এই অসঙ্গতীর সরেজমিনে যাচাই করলেও সত্যতা পাওয়া যাবে বলে লিখিত আবেদনে দাবি করা হয়। একইসঙ্গে এই তালিকা সংশোধনের দাবি জানান ভূমিহীনরা।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব বললেন, এ ধরণের একটি অভিযোগ বুধবার পাওয়া গেছে। অন্য মাধ্যম থেকেও শুনা গেছে। এজন্য অধিকতর যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।