জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় বেকার যুবক ও নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, স্বাবলম্বি ও আত্মকর্মী হিসাবে গড়ে তুলতে প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ বুধবার সকালে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ সহকারে প্রশিক্ষন গ্রহণের আহবান জানান।
যুব উন্নয়ন অধিদপ্তরের টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইল্স ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব-২য় পর্যায়ে) শীর্ষক কারিগরি সহায়তায় প্রশিক্ষণ দেয়া হচ্ছে। জামালগঞ্জে ভ্র্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে ৪ শিফটে ২ মাসব্যাপী ৪০ জন নারী ও পুরুষকে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হবে। সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। এসি বাসের ভিতর আসনের সামনে একটি করে রয়েছে কম্পিউটার। সেই কম্পিউটার বসেই শিক্ষিত যুবক, তরুনীরা নেবেন প্রশিক্ষণ।
প্রশিক্ষণার্থী হেনা আক্তার, লাভলী আক্তার, মো. আলিফ আহম্মদ, সাইদুল হক, বলেন যুবউন্নয়নের এমন উদ্দোগে বেশ খুশী আমরা। বিনা পয়সায় কম্পিউটারের প্রশিক্ষণ শেষে আমাদের সার্টিফিকেট, যাতায়াত ভাতাসহ, বিভিন্ন উপকরণ দেওয়া হবে। পাশাপাশি প্রশিক্ষনের মাধ্যমে আমাদের বেকারত্ব দূর হবে।
কম্পিউটার প্রশিক্ষক মো. সাজেদুল ইসলাম, সহকারী প্রশিক্ষক মো. আসাদুজ্জামান সুমন বলেন, সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে শিক্ষিত বেকার যুবক তরুণীদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। প্রশিক্ষণ গ্রহণ করে তারা স্বাবলম্বি হতে পারবে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল জলিল মিলন বলেন, গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আগত যুবক ছেলে মেয়েদের এমএস অফিস, গ্রাফিক্স ডিজাইন, ইন্টারনেট, আউটসাইড সহ নানা ধরনের প্রোগ্রাম শেখানো হবে। এছাড়া প্রশিক্ষণপ্রাপ্তরা এই সনদ দেখিয়ে ব্যাংক থেকে অল্পসূদে ঋণ তুলতে পারবেন। যা দিয়ে গ্রামের অবহেলিত যুবসমাজের বেকার সমস্যা দুরীকরণসহ প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহানুর আলম, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী, সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার শিক্ষা কর্মকর্তা মো. শরীফ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদ হোসেন, দারিদ্র বিমোচন কর্মকর্তা শিবেন্দ্র কুমার পাল, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার প্রমুখ।
- বীর মুক্তিযোদ্ধা হোসেন বখত’র মৃত্যুবার্ষিকীর আজ
- জামালগঞ্জে নবাগত শিক্ষকদের ফুল দিয়ে বরণ