জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা পরিষদ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ হলরুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল-আজাদ। আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আব্দুল মুকিতের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাঈন উদ্দিন আলমগীর, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর। সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০জন শিক্ষার্থীকে নগদ ৫হাজার টাকা করে ১ লক্ষ টাকা বিতরণ করা হয়।
- জামালগঞ্জে শীতবস্ত্র বিতরণ
- ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে ইউএনও