জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নের গুরুত্ব অনুধাবনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা আয়োজনে (পিবিজিএসআই) এবং এস আই ডিপি সহযোগিতায় কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তনুকা ভৌমিক।
প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল—আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একডেমিক সুপারভাইজার আব্দুল মুকিত, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম শামীম, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এম নবী হোসেন, নোয়াগাও অষ্ট্রগ্রাম মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মিছবাহ উদ্দিন। কর্মশালা সঞ্চালনা করেন উপজেল মাধ্যমিক শিক্ষা অফিসের কম্পিউটার অপারেটর সুরঞ্জিত চন্দ্র দাস।
কর্মশালায় মাধ্যমিক শিক্ষার গুণগতমান বৃদ্ধি, মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের সর্বোচ্চ অংশগ্রহণ ও তাদেরকে প্রতিষ্ঠানে ধরে রাখা, পরিচালনা ব্যবস্থাপনা এবং পরিচালন পদ্ধতি শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও উপজেলার ১৩টি প্রতিষ্ঠানকে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য এই প্রকল্প থেকে ৫ লক্ষ টাকা করে প্রদান করার ঘোষণা দেওয়া হয়।
শিরোনাম:
- ‘ডাইনামিক ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন’ বইয়ের মোড়ক উন্মোচন
- বিশ্বম্ভরপুরে চান্দিনা ভিটের লাইসেন্স বিতরণ
- বিশ্বম্ভরপুরে জাতির পিতার ‘জুলিও কুরি’ পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন
- সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্ত:ক্লাব বির্তক প্রতিযোগিতা
- বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে জামালগঞ্জে সভা