জামালগঞ্জ প্রতিনিধি
সারাদেশে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশ এবং মননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করেছে জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় অফিসের সামনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্দ্রনালয়ের অর্থায়নে উপজেলার ৬টি ইউনিয়নে শীতার্ত মানুষদের মধ্যে ৪শত’ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি আব্দুল খালেক তালুকদার, ফেনারবাক ইউনিয়ন সভাপতি নুরুল হুদা চৌধুরী খোকন, বেহেলী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি নির্মান কান্তি রায় শশীম, ভীমখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান শাহ, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রচার সম্পাদক জহিরুল ইসলাম তালুকদার, আওয়ামী লীগ নেতা আবুল কালাম সরকার, ৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমির হোসেন।
- বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলামের দাফন সম্পন্ন
- জামালগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা