জামালগঞ্জে ২০ কেজি গাঁজাসহ আটক ২

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জামালগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন ব্রাক্ষণবাড়িয়া জেলার সদর থানা পাগাছং মধ্যপারা এলাকার মৃত. হুসেন আলীর ছেলে মো. গিয়াস উদ্দিন (৪০) ও তার মেয়ে জয়গুন বেগম (৬০)
শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে উপজেলার সাচনা বাজারের লঞ্চ ঘাটে মেসার্স হাজী আব্দুল গনী ওয়াটার ট্রান্সপোর্টের লঞ্চে অভিযান চালিয়ে তাদের সাথে থাকা একটি ট্রলি ব্যাগ ও একটি কাপড়ের তৈরি ব্যাগে তল্লাশী করে বিশেষভাবে রক্ষিত ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের জানান, ২০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।