জামালগঞ্জ প্রতিনিধি
সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালগঞ্জ উপজেলায় সর্বদলীয় সম্প্রীতির ঐক্যের ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী জামালগঞ্জ সরকারী কলেজে সর্বদলীয় সম্প্রীতির উদ্যোগ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সহযোগিতায় প্রশিক্ষণে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: রেজাউল করিম শামীম, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মাদ আলী, জেলা পিএফজির উপদেষ্টা জামালগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি মো. নুরুল হক আফিন্দী, জেলা পিএফজির সমন্বয়কারী মিছবাহ উদ্দিন, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রাণী তালুকদার, উপজেলা মহিলা পরিষদের সভাপতি শেখ আয়েশা বেগম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, সিনিয়র সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, জেলা মহিলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহানা আল আজাদ, প্রশিক্ষক, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর সুখময় পাল, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আঞ্চলিক সমন্বয়কারী মোজাম্মেল হক, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সিলেট অঞ্চলের হিসাব রক্ষক অফিসার কুদরত পাশা প্রমুখ। এতে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পাটির নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দল যার যার দেশ সবার, সবাই এক সাথে মিলে মিশে দেশকে রক্ষা করি, সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই।
- পাগলায় হাইওয়ে পুলিশের বিট পুলিশিং সভা
- ওয়েজখালী ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধন