স্টাফ রিপোর্টার
ছাতক উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
শনিবার ছাতক উপজেলায় সাম্প্রতিক পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং বিভিন্ন বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন তিনি।
এসময় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা (চৌদ্দ কেজি চারশ গ্রাম ওজনের বস্তা) শুকনা ও অন্যান্য খাবার বিতরণ করা। এসময় ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
এরপর জেলা প্রশাসক বন্যায় প্লাবিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং বন্যার্ত মানুষের খোঁজখবর নেন।
- ছাতকে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ
- সদর উপজেলা পরিষদের উদ্যোগে সহায়তা প্রদান