জেলা যুবদলের বিক্ষোভ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের গ্রেফতারের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সমাবেশে নেতৃবৃন্দকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ কয়েস, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, সিনিয়র সহ-সভাপতি আমিনুর রশীদ আমিন, সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন ও পৌর যুবদলের আহবায়ক মো. আজিজুর রহমান সৌরভ।