জেলা যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় এ উপলক্ষে জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন ডায়নার নেতৃত্বে পুরাতন বাস-স্টেশন থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জান্নাত মরিয়ম, রিনা বেগম, মিনা বেগম, মিসেস লতিফা চৌধুরী, মাহিন চৌধুরী, তাহিরপুর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আইরিন আক্তার, সাধারণ সম্পাদক রেবা বেগম, জামালগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক লতিফা বেগম প্রমুখ।
এদিকে দুপুর ২টায় দক্ষিণ আরপিননগরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
- শিক্ষক হত্যা ও লাঞ্চিতের প্রতিবাদে জামালগঞ্জে প্রতিবাদ সমাবেশ
- তাহিরপুরে কুরবানির পশুর চামড়া সংরক্ষণ ও বিক্রির বিষয়ে সভা