ঢাকা আহ্ছানিয়া মিশনের ‘বিল্ডিং ডিজাস্টার রেজিলিয়েন্ট কমিউনিটিস ইন ফ্লাড এ্যফেক্টেড এরিয়াস ইন সুনামগঞ্জ, বাংলাদেশ’ শীর্ষক নতুন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
রবিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
সভায় প্রজেক্ট ম্যানেজার শ্রী অরূপ রতন দাশ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্প সম্পর্কিত বিস্তারিত উপস্থাপন করেন। তিনি জানান, এই প্রকল্পটি বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নকে ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়্যন্স কমিউনিটির একটি দৃষ্টান্ত হিসেবে তৈরি করার উদ্দেশ্যে পাইলটিং এর কাজ করবে। এর সফলতার উপর ভিত্তি করে প্রকল্পটি বড় আকারে সমগ্র জেলাতে নতুন ফেজ এ কাজ করার সমূহ সম্ভাবনা রয়েছে। প্রকল্পটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা উন্নয়নে কাজ করবে।
এরপর সভায় সুনামগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি হালনাগাদকরণ ও একটি উপকমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত সহ জেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ, উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া ঢাকা আহ্ছানিয়া মিশন সৌহার্দ্য III প্লাস প্রকল্পের ম্যানেজার সানওয়ার হোসেন খান পাঠান, প্রজেক্ট অফিসার সিলভী রহমান, সাদেকুর রহমান, ফিন্ড ফ্যসিলিটেটর আব্দুল হান্নান ও বেসরকারি সংস্থা ইরা এর প্রজেক্ট ম্যানেজার মো. কামরুজ্জামান এবং রাস এর নির্বাহী পরিচালক ধ্রুপদ চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রেসবিজ্ঞপ্তি
- ‘প্রতিটি শিক্ষার্থীকে সু-শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে’
- গণভবনকে ‘খামারবাড়িতে’ পরিণত করেছেন প্রধানমন্ত্রী