তত্ত্বাবধায়ক সরকার আর জীবিত হবে না-আহমদ হোসেন

স্টাফ রিপোর্টার
বিএনপির ডানা ভেঙে গেছে। বাংলাদেশের কোন ইউনিয়নে আজ বিএনপির পদযাত্রা নেই। সব ইউনিয়নে শাস্তির সমাবেশ। শূন্য কলসি নড়ে বেশি। বিএনপি ঘুঘু দেখেছে ফাঁদ দেখেনি। আগামী নির্বাচন সংবিধান অনুয়ায়ী হবে। তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে, অক্সিজেন দিলেও এটা আর জীবিত হবে না। সন্ত্রাসের কাছে আওয়ামী লীগ মাথা নত করে না। বিএনপি বাংলাদেশে আর ক্ষমতায় আসতে পারবে না। বেগম জিয়া চোর, তার চেয়েও বড় চোর তার ছেলে তারেক রহমান। চোরের পার্টি আর বাংলাদেশে ক্ষমতায় আসবে না। জনগণের নেত্রী হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে।
শনিবার দুপুরে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।