তালতো ভাইয়ের ছুরিকাঘাতে তরুণ আহত

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর গ্রামে তালতো ভাইয়ের ছুরিকাঘাতে কাউসার মিয়া (২০) নামের এক তরুণ গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কেশবপুর গ্রামের রজব আলীর ছেলে ইতালি প্রবাসি রুমেন মিয়া (২৫) এর সাথে একই সাকিনের দিলা মিয়ার মেয়ে হাবিবা বেগম (২৩) এর সম্প্রতি বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। যার জের ধরে রবিবার দুপুরে হাবিবা বেগমের বাবা দিলা মিয়া ও আপন ছোট ভাই কাউসার মিয়ার সাথে হাবিবা বেগমের শ্বশুর রজব আলী ও দেবর মোস্তাফিজুর রহমানের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মোস্তাফিজুর রহমান চাকু দিয়ে কাউসার মিয়ার পেটে ঘাঁ মারে। এতে কাউসার মিয়া গুরুতর আহত হয়। পরে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, পারিবারিক বিরোধের জের ধরে এক ব্যক্তি আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।