স্টাফ রিপোর্টার, তাহিরপুর
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে কুরবানির পশুর চামড়া সংরক্ষণ ও বিক্রির বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩টায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবিরের সভাপতিত্বে সভায় ইমাম, মাদ্রাসা প্রধান, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় কুরবানির চামড়ার উপযুক্ত মূল্য না পেলে সবাইকে চামড়া সংরক্ষণের পরামর্শ দেয়া হয়। চামড়া সংক্ষণের বিষয়ে প্রয়োজনীয় লবণ অথবা টাকা উপজেলা প্রশাসন ও পরিষদ থেকে চামড়ার মালিকদের দেয়া হবে বলে সিদ্ধান্ত হয়। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে এলাকাজুড়ে ব্যাপক মাইকিং করে জানান দেয়া হবেও মর্মে সিদ্ধান্ত হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা মৎস্য কর্মকর্তা হাবিব আহাম্মদ, সমবায় কর্মকর্তা আশিষ আচার্য্য, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, থানা মসজিদের ইমাম আলী হোসাইন, তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার আরবী প্রভাষক ইসতিয়াক আহমদ, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা যুব মহিলা লীগ সভাপতি আইরিন বেগম, শওকত হাসান, মনিরাজ শাহ প্রমুখ।
- জেলা যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- গৃহপালিত প্রাণিদের মর্মান্তিক দুঃসময়