তাহিরপুরে জনসচেতনতামূলক সভা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের অয়োজনে সীমান্তে অনুপ্রবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে গ্রুপের বড়ছড়াস্থ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ—১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন।
তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি আলহাজ¦ আলখাছ উদ্দিন খন্দকারের সভাপতিত্বে ও সদস্য সচিব রাজেশ তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান (পিবিজিএম)। পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ—১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন বলেন, আমার এলাকার মানুষ খেটে খাওয়া মানুষ। এ এলাকায় কোনো মিল ফ্যাক্টরী নেই। জন্মলগ্ন থেকেই এ এলাকার হতদরিদ্র অসহায় মানুষ কয়লা, বালু ও পাথর আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছে। আমি আশা করি আমার জনসাধারণ দেশের প্রচলিত আইন মেনে সবকিছু করবেন। প্রশাসন আপনাদেরকে সব সময় সহযোগিতা করবে। তিনি আরো বলেন, পাটলাই নদীতে বিআইডব্লিউটি’র নামে কয়লা ,চুনাপাথর পরিবহনকারী নৌকা থেকে জোর পূর্বক টাকা আদায় করে। আপনারা সম্মিলিত হয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, সরকার প্রথম শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে। এখন অনার্স শিক্ষার্থীদেরও সরকার উপবৃত্তি দেয়ার চিন্তা ভাবনা করছে। জেলা প্রশাসন সব সময় হতদরিদ্র অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জেলা প্রশাসন আইন অনুযায়ী সকল ধরণের সহযোগিতা অব্যাহত রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. মাহববুর রহমান বলেন, সীমান্ত আইন মেনে শৃঙ্খলার ভিতরে চলুন বিজিবি আপনাদের সর্বত্মক সহযোগিতা করবে। মাদক ও চোরাচালানের বিষয়ে আমাদের জিরো টলারেন্স। আপনার সন্তান যেন অন্যের মাদকের বাহক না হয় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্ বলেন, আপনারা আইন মেনে মাদক ও কয়লা চোরাচালান প্রতিরোধ করে প্রশাসনকে সহযোগিতা করুন। প্রশাসন আপনাদেরকে আইন অনুযায়ী সহযোগিতা করবে।
আলোচনা সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন, বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী এম ইউনুছ আলী, গীতা পাঠ করেন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের কার্যকরী কমিটির সদস্য স্বপন কুমার দাস।