তাহিরপুরে বাঁধে এখনো মাটির কাজ শেষ হয়নি

গোলাম সরোয়ার লিটন
তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের দুইটি প্রকল্পে এখনো মাটির কাজ শেষ হয়নি। যদিও হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ ২৮ ফেব্রæয়ারি শেষ হওয়ার কথা ছিল। হাওরের যেকোন একটি অরক্ষিত বাঁধই পুরো হাওরের শতভাগ ফসল পানিতে ডুবে যাওয়ার জন্য হুমকি।
শুক্রবার উপজেলার মাটিয়ান হাওরের দুর্গম পুটিমারা এলাকায় গিয়ে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৬৯ ও ৭০ নম্বর প্রকল্পে মাটির কাজ চলছে। সংশ্লিষ্ট হাওরপারের বাসিন্দারা জানিয়েছেন ৬৯ প্রকল্পে এখনও পঞ্চাশ ভাগ মাটির কাজ বাকি আছে। এই প্রকল্পের পুরো কাজ শেষ হতে আরো পনেরো দিন সময় লাগবে। বাঁধে মাটির ফেলার পর দুরমুজ করে মাটি চাপা দেওযা , বাঁধের মাটি সমান করে দূর্বাঘাস লাগানো ও বাঁধে মাটির ধসে যাওয়া ঠেকাতে বাঁধের পাশে কার্পেটিং করতে হয়।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলায় ১১২ টি প্রকল্পে এ বছর ২০ কোটি টাকার কাজ চলছে। উপজেলায় ফসল রক্ষা বাঁধের দৈর্ঘ্য হচ্ছে ৮৫ কিলোমিটার। এর মধ্যে ক্লোজার রয়েছে ০৯টি।
হাওরপারের জয়পুর গ্রামের বাসিন্দা আহমেদ কবির বলেন, ৬৯ নম্বর প্রকল্পে এখনও পঞ্চাশ ভাগ মাটির কাজ শেষ হয়নি। মোট হিসেবে এ প্রকল্পে সর্বোচ্চ ত্রিশ ভাগ কাজ হয়েছে। যা হাওরের ফসল রক্ষার জন্য খুবই বিপদ জনক।
এ ব্যাপারে মাটিয়ান হাওরের ৬৯ নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মতিউর রহমান বলেন, মাটি ধসে যাওয়ায় এ সমস্যা হয়েছে। দ্রæতই সবকাজ শেষ হয়ে যাবে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) শাখা কর্মকর্তা এবং উপজেলা ফসল রক্ষা বাঁধ বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য সচিব মো. শওকত উজ্জামান বলেন, মাটিয়ান হাওরের পুটিমারা এলাকায় ২টি প্রকল্প ছাড়া সবগুলো প্রকল্পের মাটির কাজ সম্পন্ন হয়েছে। দ্রæতই এই দুইটি প্রকল্পের মাটির কাজও শেষ হয়ে যাবে।