তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে ভারতীয় অফিসার চয়েস মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারি উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের চতুর্ভূজ গ্রামের জামাল উদ্দিনের ছেলে কামাল হোসেন (৪০)।
এ ঘটনায় তিন মাদককারবারিসহ চার জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলায় পলাতক আসামিরা হলেন- একই একই ইউনিয়নের চতুর্ভূজ গ্রামের লালু মিয়ার ছেলে আবুল বাসার ওরফে আবুল (৩৮), ফরব আলীর ছেলে শাহ আলম (৪২) এবং আল আমিন।
জানা যায়, বুধবার রাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চিহ্নিত মাদক কারবারি আবুলের বাড়ির নীচে গোপনে মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদ পায় পুলিশ। বাদাঘাট পুলিশ ফাঁড়ি ক্যাম্প ইনচার্জ জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম আবুলের বাড়ির নীচে অভিযান চালালে মাদক কারবারিরা ডুবার (গর্ত) মধ্য মদের বস্তা ফেলে দেয়। এসময় মাদক কারবারি আবুল, শাহ আলম, আল আমিন দ্যেঁড়ে পালাতে পারলেও কামাল হোসেনকে পুলিশ ধরে ফেলে। পরে ডুবার (গর্তের) পানির মধ্য থেকে তিনটি বস্তার মধ্যে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ৭১ বোতল মদ জব্দ করে পুলিশ।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, অভিযান চালিয়ে মদ সহ এক জনকে পুলিশ গ্রেপ্তার করে বৃহস্পতিবারে কোর্ট হাজতে চালান করেছে। তিনজন দৌঁড়ে পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে। তিনি বলেন, চতুর্থভুজ গ্রামের মদের আস্তানা ভেঙে দেওয়া হবে।
- বেদে পল্লীতে শীতবস্ত্র বিতরণ
- ঢাকা, সিলেট ও খুলনা থেকে মানব পাচার সবচেয়ে বেশি