স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত সাত ইউনিয়ন কমিটি স্থগিত করে পুনগঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটি স্থগিতের দাবিতে ইউনিয়নের লামাগাঁও বাজারে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন যুবদলের নেতাকর্মীরা।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন যুবদল নেতা জহুর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি সভাপতি গুলেনুর রহমান, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, উপজেলা যুবদল আহবায়ক কমিটির সদস্য কামাল হোসেন, যুবদল নেতা মুকসেদ আলী, তাহির আলী, তারেক হোসেন প্রমুখ।
এর আগে একই দাবিতে গত মঙ্গলবার উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন ও গত বুধবার বাদাঘাট ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ ও সমাবেশ করেছেন।
যুবদল নেতাকর্মীরা জানান, উপজেলার নবগঠিত সাত ইউনিয়ন যুবদলের কমিটি কাউন্সিলের মাধ্যমে তৃণমূলের মতামতের ভিত্তিতে গঠনের সাংগঠনিক বিধান ছিল। কিন্তু এই নিয়মনীতি উপেক্ষা করে টাকার বিনিময়ে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে পদ বঞ্চিত হয়েছেন ত্যাগী নেতাকর্মীরা।
বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনজুর আলী বলেন, নবগঠিত বাদাঘাট ইউনিয়ন যুবদলের কমিটিতে টাকার বিনিময়ে একই পরিবারের ১১জনকে স্থান দেওয়া হয়েছে। যা গঠনতন্ত্র বিরোধী ও অসাংগঠনিক। আমরা এসব গঠনতন্ত্র বিরোধী কমিটি বাতিলের জোর দাবি জানাই।
বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম শাহ্ বলেন, নবগঠিত বাদাঘাট ইউনিয়ন যুবদলের কমিটিতে কয়েকজন অদক্ষ ও অসাংগঠনিক লোকজনকে পদপদবী দিয়ে দল ও গণতন্ত্র পুনরুদ্ধার করার আন্দেলনকে নস্যাৎ করার চেষ্টা চলছে।
উপজেলা যুবদলের আহবায়ক মো. এনামুল হক এনাম বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগবান করার লক্ষে ইউনিয়ন কমিটিগুলো যোগ্যদের মাধ্যমে গঠন করতে রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে গেছি। প্রতিটি ইউনিয়নেই একাধিক যোগ্যতা সম্পন্ন নেতাকর্মী ছিল। কিন্তু ইচ্ছে থাকলেও একটি পদে একাধিক নেতাকে স্থান দেওয়া সম্ভব ছিল না। দলের কঠিন সময়ে বিদ্রোহ না করে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি। আর যারা কাক্সিক্ষত পদ পাননি বা পদ বঞ্চিত হয়েছেন তাদেরকে উপজেলা যুবদলের কমিটিতে যথাযথ মূল্যায়ন করা হবে।
- ২টি পরিবারের ৫টি গরু চুরি
- কাঠইর-জামালগঞ্জ সড়ক যেন মরণফাঁদ