স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন, কবিতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে। বেলা ১১টায় উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, নারী ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হাবিব আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ।
আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা।
- জামালগঞ্জে শ্রদ্ধা ও ভালোবাসায় মহান শহিদ দিবস পালন
- তাহিরপুরে অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ