স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব তওহীদ আহমদ সজল।
বৃহস্পতিবার তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসা ও ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদালয় ও কলেজ এ অবস্থিত দু’টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর, ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদালয় ও কলেজ এর অধ্যক্ষ খায়রুল ইসলাম, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ। এছাড়াও ইনফো সরকার ফেজ -৩প্রকল্প কর্তৃক স্থাপিত তাহিরপুর উপজেলার পিওপি পরিদর্শন করেন।
- বড় জয়ে সুপার টুয়েলভে বাংলাদেশ
- স্থিতিশীল দেশের জন্য বাজারের স্থিতিশীলতা আবশ্যক