তাহিরপুরে ২৪ মে চালু হবে শাহিদাবাদ বর্ডার হাট

আমিনুল ইসলাম, তাহিরপুর|| তাহিরপুরে বর্ডার সংক্রান্ত চূড়ান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় সীমান্তের শাহিদাবাদে বর্ডার হাট পরিচালনা কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়। দু’দেশের অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট (এডিএম) পর্যায়ে শাহিদাবাদ হাট এলাকাতে বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ২৪ মে তারিখে শাহিদাবাদ বার্ডার হাটটি চালু হবে।
বাংলাদেশ থেকে যে সকল পণ্য বর্ডার হাট দিয়ে ভারতে যাবে সে সকল পণ্য হলো- প্রাণ আরএফএলের বিভিন্ন প্রকার পণ্য যেমন- চিপস, চানাচুর, বিভিন্ন প্রকার হাউজহোল্ড প্লাস্টিক পণ্য, ক্রোকারিজ পণ্য, বিভিন্ন রকমের জুস, আইস ললি, লিচু ড্রিংস, পোষাক ইত্যাদি। এছাড়াও বিভিন্ন প্রকার সবব্জি যেমন বেগুন আলু, মুলা, চাল কুমরা, সজিনা, ঢেরশ, বরবটি, ডাঁটা, মরিচ, বিভিন্ন প্রকার শাক এবং কমদামি লটের কাপড়, বাচ্চাদের প্যান্ট, থ্রি কোয়ার্টার, ট্রাউজার, গেঞ্জি ইত্যাদি।
ভারত থেকে বর্ডার হাটে আসবে পান, চকলেট, কসমেটিক্স, আপেল, আনার, আঙ্গুর, কমলা বিভিন্ন প্রকার মসলা, বিভিন্ন প্রকার বিস্কুট, কমদামী শাড়ি, থ্রি পিছ ইত্যাদি।
বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ভারতীয় হাই কমিশনার নিরাজ কুমার জায়সওয়াল, মেঘালয় শিলং এর এডিএম এল কিংজিং। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা এডিএম একেএম আব্দুল্লাহ বিন রশিদ।
এতে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, ২৮ বিজিবির এডি আব্দুর রাজ্জাক, এএসপি ধরমপাশা সার্কেল আলী ফরিদ আহমেদ, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, অতিরিক্ত কাস্টম অফিসার মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।