স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরের পাটলাই নদীতে দীর্ঘ ৫ কিলোমিটার নৌ-জট পরিদর্শন করেছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের সুলেমানপুর বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া পাটলাই নদীর উপর হাওরে উড়াল সেতুর স্থানও পরির্শন করেন।
স্থানীয়রা জানান, প্রতি বছর ফেব্রুয়ারি মাস এলেই নদীর পানি তলানিতে চলে যায়। এতে দেশের অন্যতম স্থল শুল্কস্টেশন বড়ছড়া ও চারাগাঁও থেকে নদীপথে দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়া কয়লা ও চুনাপাথরের নৌকা পাটলাই নদীর বোয়ালমারা থেকে পুকরার মুখ পর্যন্ত নৌ-জটের সৃষ্টি হয়। কয়লা ও চুনাপাথরের নৌকা ১০ থেকে ১৫ দিন পর্যন্ত নদীর তীরে নোঙ্গর করে রাখতে হয়। বিষয়টি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানকে অবগত করার পর সরজমিন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান পরিদর্শনে আসেন।
এসময় পাটলাই নদী তীরে সহ¯্রাধিক নৌকার মাঝি ও স্থানীয়দের উপস্থিতিতে সমাবেশে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান। সাধারণ সম্পাদক অমল করের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
তিনি বলেন, সারা দেশের ইটভাটা ও সিমেন্ট ফ্যাক্টরীর নৌকা বোঝাই করা কয়লা ও চুনাপাথর পাটলাই নদী দিয়ে যাতায়াত করে। প্রতি বছর ফেব্রুয়ারি মাস এলেই পাটলাই নদীতে ৫ কিলোমিটারের মতো নৌজটের সৃষ্টি হয়। এ সমস্য দূরীকরণে তিনি বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানকে অনুরোধ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকা থেকে নৌ পরিহনের লং বুম এসে পৌঁছবে। দ্রুত সময়ের মধ্যে নদী খনন করে নৌকা চলাচলের ব্যবস্থা করা হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডি ফ্লাই ওভারের পিডি গোলাম মওলা, নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, তাহিরপুর উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক স্বপন রায়, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, ইউপি সদস্য জয় রায় প্রমুখ।
- সেই বাঁধে এখনও পড়েনি মাটি
- যৌতুকের জন্য শারীরিক নির্যাতন/ স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা