তোমাদের মানবিক মানুষ হতে হবে-নাদের বখত

স্টাফ রিপোর্টার
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন আছে। খেলাধুলায় মন, মনন এবং মস্তিষ্কের বিকাশ ঘটায়। খেলাধুলা করলে শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ থাকা যায়।
আদর্শ শিশু শিক্ষা নিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও আদর্শ শিশু শিক্ষা নিকেতন পরিচালনা পরিষদের সভাপতি নাদের বখ্ত।
বুধবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের বালুর মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক ফৌজি আরা বেগম শাম্মি।
সহকারী শিক্ষক আহসান রাজিব’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র নাদের বখ্ত আরও বলেন, তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে- লেখাপড়া করে তোমাদের মানবিক মানুষ হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে তোমরাই।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ফেরদৌসী বেগম, হাফেজা ফেরদৌস, অনিমা দেব, শাহানারা বেগম, স্মৃতি কনা রায়, মাহিন, শারমিন বেগম, পূর্ণা পুরকায়স্থ, দেবশ্রী সেন, পাপ্পু রায়, সাবিনা বেগম,প্রসান্ত সরকার সহ অবিভাবকবৃন্দ।
আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।