ত্যাগীদের নিয়ে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশ

বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নয়া সভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিনের নেতৃত্বে জেলার নেতারা সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় দায়িত্বশীল নেতাদের সঙ্গে পৃথক পৃথভাবে সাক্ষাৎ করেছেন। এসময় জেলার সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে আগামী জাতীয় নির্বাচনের জন্য সংগঠনকে প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।
নেতৃবৃন্দ শনিবার দুপুরে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা) এর ধানমণ্ডির ২৭ নম্বরের বাসায় গিয়ে প্রথমে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে গুলশানের বাসভবনে গিয়ে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির সঙ্গে ধানমণ্ডির ৩২ নম্বরে গিয়ে সাক্ষাত করেন নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতাদের গঠনতন্ত্রের নির্দেশনা মোতাবেক ত্যাগী নেতা কর্মীদের নিয়ে শক্তিশালী জেলা কমিটি গঠন করার নির্দেশ দিয়ে বলেন, মেয়াদোত্তীর্ণ উপজেলা সম্মেলনও করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে পাঁচটি আসনেই দলের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে। মনে রাখতে জাতীয় নির্বাচনের আগে সময় খুবই কম। দ্রুততম সময়ের মধ্যেই সংগঠনকে গুছাতে হবে।
এসময় সুনামগঞ্জের আওয়ামী লীগ নেতাদের মধ্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান দলীয় নেতা করুণা সিন্ধু চৌধুরী বাবুল, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, দলীয় নেতা সজীব রঞ্জন দাস, অমল কর, শামীম চৌধুরী, আসাদুজ্জামান সেন্টু, অ্যাড. আজাদুল ইসলাম রতন, যতীন্দ্র তালুকদার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন প্রমুখ সঙ্গে ছিলেন।
এর আগে শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন সহ বিপুল সংখ্যক দলীয় নেতারা টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্মাঞ্জলি নিবেদন করেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বললেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের কবরে শ্রদ্মা জানিয়েই দলের কর্মসূচি শুরু করার আকাঙ্খা থেকেই টুঙ্গিপাড়ায় গিয়েছি। শনিবার সারাদিন কেন্দ্রীয় দায়িত্বশীল নেতাদের সঙ্গে আলাদা আলাদা সাক্ষাৎ হয়েছে। কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা অনুযায়ী জেলা কমিটি গঠন করে তৃণমূলে দলকে শক্তিশালী করার জন্য কাজ করতে চাই।