মাহবুবুল হাছান শাহীন
কেটে যাওয়া সময়
এক এক করে পেরিয়েছি
খেয়েছি হোঁচট
আবার, দাঁড়িয়েছি
কারো হাত ধরে,
অথবা একা একা…
নতুন শতাব্দীর এই সময়
অস্থির মনে হয়
অনেক পরিচিত মুখ
ভয়ংকর চেহারায় পিছু নেয়
মাঝে মাঝে তাড়া করে।
দূর থাকতে চাই,
বিশ্বাস, আস্থা ভেঙ্গে পরে
ভেঙ্গে পড়ে বন্ধনের দেয়াল।
স্বপ্ন দেখি…
একা একা হাঁটছি
নিজের মতো করে
এলোমেলো ভাবনা গুলো পিছু নেয়।
চলতি পথে,
অনেকের সাথে জড়িয়ে ছিলাম
বন্ধু অথবা বন্ধুর মতো অনেক।
ঠুনকো স্বার্থে,
সম্পর্ক ভেঙ্গে ছারখার।
স্বপ্নের মাঝে হেসে উঠি
অট্ট হাসি,
হা…হা…হা…
এই বুঝি সময়
জাগতিক সবকিছু থেকে গুটিয়ে নেয়ার।
নিজের কাছেই ক্ষমা চাই, নিজের ভুলের
অথবা, মানুষকে বিশ্বাসের।
মনে হয়,
সত্যি…
থেমে যাওয়ার সময় হয়েছে?
২৮.০১.২০২৩